আর্কিটেকচার এন্ড ইন্টেরিয়র ডিজাইন
আর্কিটেকচার এন্ড ইন্টেরিয়র ডিজাইন একটি ৪ বছর (৮ সেমিষ্টার) মেয়াদী কোর্স। সময়ের পরিবর্তনের সাথে সাথে মানুষের কাজের ক্ষেত্রও বাড়ছে। নিত্য নতুন এসব কর্মক্ষেত্রে নিজেদের যুক্ত করে অনেকেই সফলভাবে তাদের ক্যারিয়ার গড়ে তুলছেন। আমাদের দেশে তেমনি একটি কর্মক্ষেত্র হচ্ছে আর্কিটেকচার এন্ড ইন্টেরিয়র ডিজাইনিং। প্রতিটি স্থানকে কাজে লাগিয়ে আসবাব, লাইট, গৃহসজ্জা সামগ্রীর যথাযথ ব্যবহারের মাধ্যমে বাড়ি, অফিস বা যেকোনো প্রতিষ্ঠানকে আরামদায়ক ও নান্দনিকভাবে উপস্থাপন করাই আর্কিটেকচার এন্ড ইন্টেরিয়র ডিজাইনের প্রধান লক্ষ্য । আর যিনি এ কাজ দক্ষতার সাথে করে থাকেন তিনি আর্কিটেক্ট ও ইন্টেরিয়র ডিজাইনার ।
মানুষ একদিকে যেমন চায় নিজেকে সুন্দর দেখতে, অন্যদিকে চায় তার আবাসস্থল এবং ভেতরের সাজসজ্জা, অফিস-আদালত, হাসপাতাল, বিদ্যালয় থেকে শুরু করে সব কিছুর সৌন্দর্য বৃদ্ধি করতে। আর এ কাজটাই করতে হয় একজন আর্কিটেক্ট ও ইন্টেরিয়র ডিজাইনারকে। আপনি যে ঘরে বসবাস করছেন সে ঘরের দেয়াল, মেঝে, দরজা, জানালা, আসবাব এমনকি পর্দাটাই বা কেমন হবে সে হিসাবটা করবেন আর্কিটেক্ট ও ইন্টেরিয়র ডিজাইনার। এক কথায় বলা চলে, স্থাপনার বাইরের সৌন্দর্য্য ঘরের ভেতরের দেয়ালের রঙ, মানানসই আসবাবপত্রের ডিজাইন ও রঙ থেকে শুরু করে স্বল্প পরিসরের জায়গাকে কীভাবে বেশি করে ব্যবহার করা যায়, সে বিষয়ে যাবতীয় ডিজাইন ও বাস্তবায়ন করাটাই আর্কিটেক্ট ও ইন্টেরিয়র ডিজাইনারের কাজ।
আর্কিটেকচার এন্ড ইন্টেরিয়র ডিজাইন থেকে পাশকৃত শিক্ষার্থীদের কর্মক্ষেত্রঃ
বর্তমানে আমাদের দেশের তরুণরা এ ক্ষেত্রটিতে নিজেদের যুক্ত করে গড়ে তুলছে অন্যতম একটি সম্ভাবনাময় ক্যারিয়ার। বিভিন্ন আর্কিটেকচারাল কোম্পানি , রিয়েল এস্টেট কোম্পানি, ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম, ইন্টেরিয়র ডিজাইন ফার্ম, পেইন্ট কোম্পানিসহ বিভিন্ন ক্ষেত্রে ইন্টেরিয়র ডিজাইনারদের প্রচুর চাহিদা ব্যাপক । এছাড়া সরকারি বিভিন্ন সংস্থা যেমন রাজউক, কেডিএ, সিটি কর্পোরেশন, গনপূর্ত বিভাগ সহ যে কোন নির্মানমুখী চাকুরী ক্ষেত্রে এখন আর্কিটেকচার এন্ড ইন্টেরিয়র ডিজাইন বিভাগ থেকে পাশ করা শিক্ষার্থীর চাকুরীর সুযোগ তৈরি হয়েছে।
No comments